Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


লেবানন প্রবাসীদের জরুরি স্বাস্থ্যসেবা দেবে বাংলাদেশ দূতাবাস

Main Image

লেবাননের রাজধানী বৈরুতের বাংলাদেশ দূতাবাস


লেবাননে কর্মরত প্রবাসীদের জন্য জরুরি স্বাস্থ্যসেবা চালু করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। সোমবার (৭ অক্টোবর) দূতাবাস থেকে দেয়া জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে উল্লেখ করা হয়, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা বিশেষ করে যারা বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্র/আবাসস্থলগুলোতে অবস্থান করছেন, তাদের এই সংকটময় সময়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য নিম্নলিখিত নম্বরে (সোমবার থেকে শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) যোগাযোগ করার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হলো:

 

লেবানিজ রেডক্রস নম্বর (শুধুমাত্র অ্যাম্বুলেন্স সহায়তার জন্য)- ১৪০
 

প্রাথমিক স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য নম্বর- ৭০১২৮৭৯৩
 

প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিবহনের জন্য নম্বর- ৮১৯৫৬৫৬২
 

যুদ্ধে আহত হয়ে চিকিৎসার প্রয়োজন হলে নম্বর- ৭৬৭৭৭১৩৯
 

প্রাথমিক স্বাস্থ্য বিধি মেনে চলা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছে দূতাবাস।

আরও পড়ুন