Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


বিএপির নতুন আহ্বায়ক কমিটি গঠন

Main Image

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের (বিএপি) নতুন কমিটিতে আহ্বায়ক অধ্যাপক ডা. আব্দুল মোত্তালিব ও সদস্যসচিব অধ্যাপক ডা. নিজাম উদ্দিন


নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের (বিএপি)। নতুন কমিটিতে আহ্বায়ক পদে অধ্যাপক ডা. আব্দুল মোত্তালিব ও সদস্যসচিব পদে অধ্যাপক ডা. নিজাম উদ্দিন দায়িত্ব পেয়েছেন। রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে গত বুধবার (২ অক্টোবর) এ কমিটি করা হয়।

 

নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক পদে ডা. আসাদুজ্জামান, মেজর (অব.) অধ্যাপক ডা. আব্দুল ওহাব, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. এম কামরুল হাসান, অধ্যাপক ডা. নিলুফার আকতার জাহান ও ডা. এস এম ফাহমিদ-উর-রহমান মনোনীত হয়েছেন।

 

এছাড়া যুগ্ম সদস্য সচিব পদে আছেন ডা. মাহবুবুর রহমান, ডা. মোহাম্মদ আলী, ডা. মোহাম্মদ শামসুল আহসান মাকসুদ, ডা. নাফিয়া ফারজানা চৌধুরী, ডা. মনিরুল ইসলাম, ডা. জোবায়ের মিয়া, ডা. রাহেনুল ইসলাম, ডা. মাসুদ রানা সরকার ও ডা. তৈয়বুর রহমান রয়েল।

 

নতুন কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা এবং সাধারণ সদস্যদের নাম শিগগির প্রকাশ করা হবে। আহ্বায়ক কমিটি সব সদস্যের সার্বিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করছে।

আরও পড়ুন