Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


সোহরাওয়ার্দী মেডিকেলের অধ্যক্ষের কার্যালয় অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

Main Image

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ছাত্র-জনতার স্মরণ অনুষ্ঠান আয়োজনে বাধা দেওয়ায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাকি মোহাম্মদ জাকিউল ইসলামের কক্ষ অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা


বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ছাত্র-জনতার স্মরণ অনুষ্ঠান আয়োজনে বাধা দেওয়ায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাকি মোহাম্মদ জাকিউল ইসলামের কক্ষ অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রোবাবর (৬ অক্টোবর) দুপুরে দিকে তাঁর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

 

শিক্ষার্থীরা জানান, ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আগামী ৮ অক্টোবর অনুষ্ঠানের আয়োজনের উদ্যোগ নেন সাধারণ শিক্ষার্থীরা। এর মধ্যে দুপুরে প্রীতি ভোজ এবং দিন শেষে আলোচনা ও ‘দ্রোহের সন্ধ্যা’ শিরোনামে কাওয়ালী সংগীতের আয়োজন রাখা হয়। 

 

এ আয়োজন ঘিরে অনুমোদন ও দাওয়াত প্রদানের জন্য রোববার দুপুরে অধ্যক্ষ অধ্যাপক ডা. সাকি মোহাম্মদ জাকিউল ইসলামের কক্ষে যান শিক্ষার্থীরা। কিন্তু তিনি তাতে অসম্মতি প্রদান করেন। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষ ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। 

আরও পড়ুন