Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ঢামেকে সফল অস্ত্রোপচারে আলাদা হলো বুক-পেট জোড়া লাগানো শিফা ও রিফা

Main Image

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সফল অস্ত্রোপচারে আলাদা করা হয়েছে বুক-পেট জোড়া লাগানো অবস্থায় জন্ম নেওয়া যমজ শিফা ও রিফাকে


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সফল অস্ত্রোপচারে আলাদা করা হয়েছে বুক-পেট জোড়া লাগানো অবস্থায় জন্ম নেওয়া যমজ শিফা ও রিফাকে। গত ৭ সেপ্টেম্বর ৮২ জন চিকিৎসকের উপস্থিতিতে ১০ ঘণ্টার জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করা হয়। 

 

অস্ত্রোপচারে নেতৃত্ব দেন হাসপাতালের শিশু সার্জারি বিভাগের ইউনিট-৪ এর প্রধান অধ্যাপক ডা. সাহানূর ইসলাম।

 

তিনি বলেন, অস্ত্রোপচার চলাকালে চিকিৎসকদের মধ্যে সহযোগিতার এক বিশেষ নজির তৈরি হয়।

 

শিফা ও রিফা বরগুনার বেতাগীর কাজিরাবাদ এলাকার বাসিন্দা মাহমুদা আক্তার (২৫) ও বাদশা মিয়া (৩০) দম্পতির সন্তান। গত বছরের ৭ জুন তাদের জন্ম হয়।

রোববার (২২ সেপ্টেম্বর) ডা. সাহানুর ইসলাম বলেন, অস্ত্রোপচারের পর বর্তমানে রিফা সুস্থ হয়ে উঠেছে, তবে শিফার রক্তে সংক্রমণ রয়েছে। সেই অনুযায়ী তার চিকিৎসা চলছে। দুই শিশুকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে, যাতে তাদের স্বাস্থ্যের উন্নতি মনিটর করা যায়।

 

উল্লেখ্য, ইতোপূর্বে বেশ কয়েক বছর আগে গাইবান্ধার জোড়া শিশু তোফা ও তহুরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয়। সেই অস্ত্রোপচারেরও নেতৃত্বে ছিলেন ডা. সাহানুর ইসলাম।

তিনি বলেন, তোফা-তহুরার বয়স এখন সাত বছর। তারা এখনো ফলোআপে হাসপাতালে আসে।

আরও পড়ুন