Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


জুলাই বিপ্লবে শহীদ ১৪২৩ জন: কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম

Main Image

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একটি মুহুর্ত


জুলাই বিপ্লবে শহীদের সংখ্যা ১ হাজার ৪২৩ জন বলে জানালেন স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম।

 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান তরিকুল ইসলাম।

 

তিনি বলেন, আন্দোলনে আহতদের নিয়ে কাজ করাটা খুব দুরূহ। কারণ এই সংখ্যাটা বিপুল। আমাদের কাছে এখন পর্যন্ত ২২ হাজার আহত মানুষের তালিকা আছে। তবে এর সঙ্গে সংযোজন-বিয়োজন হবে।

 

তিনি আরও জানান, আন্দোলনে গিয়ে পঙ্গু বা অঙ্গহানি হয়েছে এমন মানুষের সংখ্যা ৫৮৭ জন। গুলি লেগে আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন ৬৮৫ জন। তাদের মধ্যে ৯২ জনের দুই চোখেই গুলি লেগেছে বা দুই চোখই নষ্ট হয়ে গেছে।

আরও পড়ুন