Advertisement
Doctor TV

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫


সাপের কামড় বৃদ্ধি: বাংলাদেশসহ বিভিন্ন দেশ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

Main Image

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)


বন্যার কারণে বাংলাদেশসহ বিভিন্ন দেশে বিষধর সাপের প্রকোপ বাড়ছে। পর্যাপ্ত অ্যান্টিভেনমের ঘাটতির কারণে সাপের কামড়ে মৃত্যুঝুঁকির বিষয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 

জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক এই সংস্থার হিসেবে, প্রতি বছর বিশ্বে প্রায় ২৭ লাখ মানুষ বিষধর সাপের কামড়ে আক্রান্ত হন। এর মধ্যে মারা যান এক লাখ ৩৮ হাজার। মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর এই বিষয়ক বিশেষজ্ঞ ডেভিড উইলিয়ামস বলেন, প্রতি চার থেকে ছয় মিনিটে সাপের কামড়ে একজন মানুষের মৃত্যু ঘটছে।

 

তিনি বলেন, সাপের কামড়ে প্রায় দুই লাখ ৪০ হাজার মানুষ স্থায়ীভাবে প্রতিবন্ধিত্ব বরণ করেন। সাপের বিষের কারণে পক্ষাঘাত, মারাত্মক রক্তক্ষরণ, কিডনি অকেজো হয়ে যাওয়াসহ নানা সমস্যায় ভোগে মানুষ।

আরও পড়ুন