Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


১২১ জন চিকিৎসকের ষষ্ঠ গ্রেড মঞ্জুর করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়

Main Image

চিকিৎসকের পদোন্নতি


১২১ জন চিকিৎসক কর্মকর্তার ষষ্ঠ গ্রেড মঞ্জুর করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আবু  রায়হান দোলন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে।

 

রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এ আদেশে বলা হয়েছে, চাকরি (বেতন ভাতাদি) আদেশ ২০১৫ এর অনুচ্ছেদ ৭(২), জাতীয় বেতন স্কেল ২০১৫ এর স্পষ্টীকরণের বিষয়ে অর্থবিভাগ, অর্থমন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ২১.০৯.২০১৬ খ্রি. তারিখে ০৭.০০.০০০০.১৬১.০০.০০২.১৬ (অংশ)-১)-২৩২ সংক্যক পরিপত্রের প্রেক্ষিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার/ স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত ১২১ কর্মকর্তার অনুকূলে তাদের নামের পাশে বর্ণিত উল্লিখিত পরবর্তী উচ্চতর গ্রেড (৬ষ্ঠ) গ্রেড মঞ্জুর করা হলো।  

 

আদেশটি দেখতে এখানে ক্লিক করুন 

আরও পড়ুন