Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


দুই ফার্মেসিকে ভোক্তার জরিমানা

Main Image

চট্টগ্রামের ফটিকছড়ির বিবিরহাটের দুই ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর


নানা অনিয়মের দায়ে চট্টগ্রামের ফটিকছড়ির বিবিরহাটের দুই ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মেয়াদোত্তীর্ণ ওষুধ, মূল্য কাটাকাটি করা ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও অননুমোদিত ওষুধ বিক্রি করায় জান্নাত মেডিকেল হলকে ১৫ হাজার টাকা এবং এসবি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বুধবার (১৮ সেপ্টেম্বর) অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার এ অভিযানে নেতৃত্ব দেন। ফটিকছড়ি থানার একটি টিমের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।


অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় মা স্টোরকে ১ হাজার টাকা, ডিমের দাম বেশি নেওয়ায় ফোরকানের ডিমের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

আরও পড়ুন