Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের খোঁজ নিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক

Main Image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর আগারগাঁওস্থ নিউরোসায়েন্স হাসপাতাল পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর আগারগাঁওস্থ নিউরোসায়েন্স হাসপাতাল পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

 

রোববার (১৫ সেপ্টেম্বর) হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা বিষয়ে সার্বিক খোঁজখবর নেন তিনি।

 

এ সময় তিনি বলেন, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য আহতদের দেশের বাইরে পাঠানো হবে। 

 

ডা. রফিকুল ইসলাম বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহিদদের পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। তবে, গত আন্দোলনে যারা আহত হয়ে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা পাননি ও হয়রানির শিকার হয়েছেন, সেই সকল ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে অবহিত করেছি। তাদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন