Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


শান্তি সমাবেশে সক্রিয় ভূমিকা রাখা ডিএমসির পাঁচ শিক্ষককে বদলি

Main Image

ডিএমসির পাঁচ শিক্ষককে বদলির আদেশ


ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ৫ শিক্ষককে বিভিন্ন মেডিকেলে বদলি ও পদায়নের আদেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার লক্ষ্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ডাকা ‘শান্তি সমাবেশ’ সরাসরি অংশ নেয়াসহ নানা অভিযোগে রয়েছে।

 

সোমবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে বদলির আদেশ দেওয়া হয়েছে।

 

এতে বলা হয়, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো। পদায়কনকৃত কর্মকর্তাদেরকে আগামী ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে বদলি বা পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।’

 

বদলির আদেশ পাওয়া চিকিৎসকরা হলেন, ঢাকা মেডিকেলের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. নুর হোসেন ভূঁইয়া ও অধ্যাপক ডা. এ জেড এম মাহফুজুর রহমান, শিশু বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইফফাত আরা সামসাদ, অর্থোপেডিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ খোরশেদ আলম ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মুরাদ হোসেন।

 

ঢাকা মেডিকেলের চিকিৎসক ও শিক্ষার্থীদের অভিযোগ, রাজণৈতিক লেজুড়বৃত্তি ও নিজের স্বার্থ হাসিলে ব্যস্ত ছিলেন বদলির আদেশ পাওয়া এই পাঁচ শিক্ষক। শিক্ষার্থীদের বিপদে পাশে ছিলেন না তারা। 

আরও পড়ুন