Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


সেবা সূচকে দেশসেরা রামেক হাসপাতাল

Main Image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল


স্বাস্থ্য অধিদপ্তরের সেবা সূচকে আবারও দেশসেরা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। এ সূচকে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং তৃতীয় স্থানে রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। রোববার (৮ সেপ্টেম্বর) চলতি বছরের জুলাই মাসের পারফরমেন্সের ভিত্তিতে এ সংক্রান্ত মূল্যায়নের সূচক প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দেশে মোট ১৭টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। হাসপাতালের সেবা ও অন্যান্য মানদণ্ড বিবেচনা করে এ স্থান নির্ধারণ করা হয়।

 

উত্তরাঞ্চলের সবচেয়ে বড় রামেক হাসপাতালটি ১ হাজার ২০০ শয্যার। রাজশাহী বিভাগ ছাড়াও রংপুর ও খুলনা বিভাগের রোগীরা এখানে সেবা নেন। রোগী ভর্তি নেওয়ার পাশাপাশি বহির্বিভাগেও সেবা দেওয়া হয়।

 

দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের স্কোর দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন