Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


চট্টগ্রাম মেডিকেলে বিশুদ্ধ পানি সরবরাহ মেশিন স্থাপন করছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন

Main Image

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম আহমেদের সঙ্গে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নাছির উদ্দিনসহ অনেকে


চট্টগ্রাম মেডিকেলে বিশুদ্ধ পানি সরবরাহ মেশিন স্থাপন করছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে ডক্টর টিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন মানবিক সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন। 

 

তিনি জানান, চট্টগ্রাম মেডিকেলে আগত হাজার হাজার রোগী, স্বজনের জন্য বৃহৎ আকারে সম্পূর্ণ বিনামূল্যে ড্রিংক্রিং ওয়াটার চালু হতে যাচ্ছেন তারা। এজন্য ঘন্টায় ১ হাজার লিটার পানি বিশুদ্ধকরণে স্বক্ষম রিভার্স অসমোসিস মেশিনটা স্থাপিত হচ্ছে হাসপাতালের আউটডোরের দ্বিতীয় তলার ছাদে।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম আহমেদের অনুমোদনক্রমে ও রোগী কল্যাণ সমিতির আন্তরিক সহযোগিতায় এটি স্থাপন করছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।  

 

ইঞ্জিনিয়ার নাছির উদ্দিনজানান, আজ (রোববার) মেশিনারীজ চলে এসেছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই এ মহতী প্রকল্প উদ্বোধন করা যাবে। প্রকল্পটি  চালুর পর পানির গুণগত মান ঠিক রেখে নিরবিচ্ছিন্ন বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণের দায়িত্বও পালন করবে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। 

আরও পড়ুন