Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


কয়েকটি সংস্থার যৌথ ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দিলেন অধ্যাপক ডা. সায়েবা আক্তার

Main Image

ফেনীর সোনাগাজীতেকয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দিলেন একুশে পদক প্রাপ্ত গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সায়েবা আক্তারসহ ৬০ জনের মেডিকেল টিম


আরিজ ফাউন্ডেশন, মামস ইনস্টিটিউট অব ফিস্টুলা এন্ড ওমেন্স হেলথ, বিএমএসএস সহ আরও বেশ কয়েকটি সংস্থার যৌথ উদ্যোগে ফেনী অঞ্চলের বন্যা দুর্গত এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দিলেন অধ্যাপক ডা. সায়েবা আক্তার। একই ক্যাম্পে সেবা প্রদান করেন দেশবরেণ্য বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রাশিদা বেগম, কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবির ও ভাস্কুলার সার্জন ডা. সাকলায়েন রাসেলসহ ৪০ জন এমবিবিএস, বি.ডি.এস ডাক্তার ও ২০ জন মেডিকেল শিক্ষার্থী। 

 

তারা শুক্রবার (৬ সেপ্টেম্বর) ওসমানী আলিম মাদ্রাসায় আয়োজিত মেডিকেল ক্যাম্পে ৩ হাজারের অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন।  

 

ক্যাম্পে আরিজ ফাউন্ডেশন, ওইমেন ইমপ্রুভমেন্ট নেটওয়ার্ক ফাউন্ডেশন, মেহের আমজাদ ফাউন্ডেশন, নিউজ ব্রডকাস্টারস্ এলায়েন্স বাংলাদেশ (NBA), নিউট্রিশন পেরেন্টিং সেন্টার (NPC), মামস ইনস্টিটিউট অব ফিস্টুলা এন্ড ওমেন্স হেলথ (MIFWOH), বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটি (BMSS) সহ আর বেশ কয়েকটি সংস্থার যৌথ উদ্যোগে ফেনী অঞ্চলের বন্যা দুর্গত এলাকায় সফলভাবে বন্যা পরবর্তী ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়।

আরও পড়ুন