Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান, কুমিল্লা মেডিকেলের ৯ জনের ইন্টার্নশিপ স্থগিত

Main Image

কুমিল্লা মেডিকেল কলেজ


সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থানসহ বিভিন্ন অভিযোগে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ৯ চিকিৎসকের ইন্টার্নশিপ স্থগিত করেছে কর্তৃপক্ষ। বুধবার (৫ আগস্ট) হাসপাতালের পরিচালক ডা. শেখ ফজলে রাব্বির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আদেশ দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত সবাই কুমিল্লা মেডিকেলের ২৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই মর্মে জানানো যাচ্ছে যে, আপনার (৯ চিকিৎসক) বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত চলমান ও অমীমাংসিত বিধায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই হাসপাতালে ইন্টার্নশিপ স্থগিত করা হলো। এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।’

 

স্থগিত পাওয়া চিকিৎসকরা হলেন- ডা. আহমেদ ইমরুল কায়েস, ডা. সামিউল হক, ডা. ফয়সাল আহমেদ, ডা. জয় সরকার, ডা. মো. রাশেদুল ইসলাম, ডা. প্রতীক কর, ডা. আহনাফ রিফাত, ডা. মো. শহীদুল ইসলাম নোবেল, ডা. আইয়ুব আলী। 

 

আরও পড়ুন