ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বহিরাগত সন্ত্রাসী কর্তৃক জরুরি বিভাগ ও অন্তঃবিভাগের চিকিৎসকদের ওপর বর্বরোচিত হামলা ও ধ্বংসযজ্ঞের মতো ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি হারুন আল রশীদ ও মহাসচিব আব্দুস সালাম।
রোববার (১ সেপ্টেম্বর) ড্যাবের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-দপ্তর সম্পাদক এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ড্যাব নেতারা অনতিবিলম্বে চিকিৎসক ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের দৃষ্টি আকর্ষন করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ড্যাব নেতারা বলেন, সহস্রাধিক ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গত ৫ আগস্ট এক গণ-অভ্যুত্থানের মাধ্যমে জাতি দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে। কিন্তু ষড়যন্ত্রকারী স্বৈরাচারের দোসররা থেমে নেই। তারা প্রতিনিয়ত দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। যার প্রেক্ষিতে বর্তমানে তারা চিকিৎসা প্রতিষ্ঠানে ও চিকিৎসকদের ওপর হামলা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।
আরও পড়ুন