Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


চিকিৎসকদের ওপর হামলার বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

Main Image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়ক হাসনাত আব্দুল্লাহ


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) চিকিৎসকদের ওপর হামলাকে গণঅভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়ক হাসনাত আব্দুল্লাহ। চিকিৎসকদের পেশাদারিত্ব বজায় রেখে কাজের সুযোগ দিতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার রাতে (৩১ আগস্ট) ফেসবুক লাইভে তিনি একথা বলেন।  

 

হাসনাত আব্দুল্লাহ বলেন, গণঅভ্যুত্থানের মূল স্পিরিট ন্যায্যতার ভিত্তিতে একটি রাষ্ট্র তৈরি করা, যেখানে একটি যথাযথ সিস্টেম থাকবে। কিন্তু আজ যে হামলা হলো, তার দায় আমাদের ওপরই বর্তায়।  

 

তিনি আরও বলেন, মানুষ যেন দ্বিমত প্রকাশ করতে পারে, তাই আমরা আন্দোলন করেছিলাম। আজ মত প্রকাশ করতে গিয়ে কাউকে কিবোর্ডে ব্যাক স্পেস চাপতে হচ্ছে না। তারা স্বাধীনভাবে গালিও দিচ্ছেন। এটাই আমাদের সফলতা।  

 

প্রসঙ্গত, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী আহসানুল হক দীপ্তর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) ঢুকে চিকিৎসকদের মারধর করে একদল ছাত্র।  

আরও পড়ুন