Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


ফেনীতে বন্যার্তদের জন্য এনডিএফ এর হেলথ ক্যাম্প ও ঔষধ বিতরণ

Main Image

বন্যাদুর্গত ফেনীর সোনাগাজী উপজেলার ৩নং মঙ্গলকান্দি ইউনিয়নে হেলথ্ক্যাম্প পরিচালনা করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) জেলা শাখা


বন্যাদুর্গত ফেনীর সোনাগাজী উপজেলার ৩নং মঙ্গলকান্দি ইউনিয়নে পৃথক স্থানে দুটি হেলথ্ক্যাম্প পরিচালনা করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) জেলা শাখা। উভয় ক্যাম্পের মাধ্যমে প্রায় ৩৫০ জন রোগীকে স্বাস্থ্যসেবা পরামর্শ ও ঔষধ প্রদান করা হয়।

 

শুক্রবার (৩০ আগস্ট) সকাল সাড়ে দশটা থেকে সমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোগী দেখেন ডা. ইমাম হোসাইন রুবেল, ডা. মাজহারুল ইসলাম পবন, ডা. ইমাম হোসাইন মামুন এবং ডা. শারমিন আক্তার হ্যাপী। এ সময়ে তাঁরা প্রায় চার শতাধিক রোগীকে বন্যা পরবর্তী রোগসমূহের জরুরি চিকিৎসা পরামর্শ এবং ঔষধ বিতরণ করেন।

 

বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এয়াকুবিয়া জামে মসজিদ  প্রাঙ্গনে দ্বিতীয় হেলথ্ক্যাম্প পরিচালিত হয়। সেখানে চিকিৎসক হিসেবে সেবা দান করেন ডা. কামরুজ্জামান, ডা. সা'দ, ডা. মীর্জা নজরুল ইসলাম, ডা. মনীরা পারভিন, ডা. শারমিন আক্তার হ্যাপী ও ডা. ইমাম হোসাইন মামুন। 

 

রোগীদের মধ্যে অধিকাংশই বন্যাবর্তী চর্মরোগ, পেটের পীড়া, ইনজুরি, সর্দি-কাশি, জ্বর সমস্যা নিয়ে ক্যাম্পে আসছেন বলে জানান কর্তব্যরত চিকিৎসকেরা। 

আরও পড়ুন