ফেনীর সোনাগাজীর ছাড়াইতকান্দি হোসাইনিয়া মাদ্রাসায় স্থানীয় ব্যবসায়ী মোশাররফ হোসাইনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পরামর্শ ও ঔষধ বিতরণ কর্মসূচি
ফেনীর সোনাগাজীর ছাড়াইতকান্দি হোসাইনিয়া মাদ্রাসায় স্থানীয় ব্যবসায়ী মোশাররফ হোসাইনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পরামর্শ ও ঔষধ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা পরামর্শ দেন ৩ জন এমবিবিএস চিকিৎসক।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) ১ জন পুরুষ ও ২ জন নারী চিকিৎসক মিলে প্রায় পাঁচ শতাধিক রোগীকে সেবা দেন।
রোগীদের সেবাদান প্রসঙ্গে ডা. ইমাম হোসাইন মাামুন জানান, দুইশ জন রোগী দেখার টার্গেট নিয়ে গেলেও পরে দেখতে দেখতে রোগী হয়ে পাঁচ শতাধিক। বন্যাদুর্গত এলাকায় স্বেচ্ছাসেবক থেকে শিশু, কাদা-পানিতে হাঁটা যুবক থেকে বৃদ্ধ সবার হাত-পায়ের অবস্থা দেখে শরীর শিউরে ওঠে। বাচ্চাদের গণহারে জ্বর, কাশি, সর্দি লেগে আছে। দুর্গত এলাকায় মেডিকেল ক্যাম্প করতে আসা আগ্রহী চিকিৎসকদের এসব সমস্যা লাঘবে দরকারি ওষুধ-সামগ্রী বেশি করে আনার পরামর্শ দেন তিনি।
আরও পড়ুন