Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ভারতে ওষুধ কারখানায় গ্যাস বিস্ফোরণে নিহত ১৭, আহত ৩৪

Main Image

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের আনাকাপাল্লে জেলার ইসিনটিয়া ফার্মাসিউটিকাল ইউনিটে বুধবার মধ্যাহ্ন বিরতি চলাকালে অগ্নিকাণ্ড ঘটে


ভারতের একটি ওষুধ কারখানায় বিস্ফোরণের ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৪ জন। বুধবার বিকেলে অন্ধ্রপ্রদেশ রাজ্যের আনাকাপাল্লে জেলার ইসিনটিয়া ফার্মাসিউটিকাল ইউনিটে মধ্যাহ্ন বিরতি চলাকালীন অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বৃহস্পতিবার (২২ আগস্ট) এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

 

রাসায়নিক উপকরণ বিস্ফোরিত হওয়ায় আহতদের অনেকের চামড়া পুড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। 

 

ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণটি এতোটাই শক্তিশালী ছিল যে নিহতদের অনেকের দেহের অঙ্গপ্রত্যঙ্গ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।

 

আনাকাপাল্লে জেলা পুলিশ সুপার দীপিকা পাটিল বলেন, উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে' এবং এই দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় আনাকাপল্লি এনটিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তকারীদের ধারণা 'গ্যাস লিক থেকে বিস্ফোরণ হয় এবং তা ইলেকট্রিক প্যানেলে আঘাত করে বলে জানান তিনি। 

আরও পড়ুন