Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


বন্যার্তদের পাশে দাঁড়াল চিকিৎসকদের প্রতিষ্ঠান সিএমইআর

Main Image

ফেনাীর একটি বন্যাদুর্গত এলাকা


বন্যার্তদের পাশে দাঁড়াল চিকিৎসকদের প্রতিষ্ঠান সেন্টার ফর মেডিকেল এডুকেশন ইথিকস এন্ড রিসার্চ (সিএমইআর)। একইসাথে বন্যা দুর্গতদের সহায়তায় অংশ নিতে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) এক বার্তায় সিএমইআর এর পক্ষ থেকে এই আহ্বান জানিয়েছেন ডা. মোহাম্মদ আতিয়ার রহমান। 

 

সিএমইআর এর দেয়া বার্তায় বলঅ হয়েছে, আপনারা অবগত আছেন যে, প্রতিবেশী দেশ ভারতের বৈরী আচরণের ফলে আমাদের দেশের ফেনী, কুমিল্লা ও নোয়াখালী সহ আরো কয়েকটি জেলা ভয়াবহভাবে বন্যাকবলিত। বন্যা কবলিত এলাকার মানুষের দুঃখ দুর্দশা অবর্ণনীয়। এমতাবস্থায়  আমাদের প্রাণপ্রিয় সংগঠন প্রতিবারের ন্যায় এবারও বন্যা কবলিত মানুষের দুর্দশা লাঘবে তাদের পাশে দাঁড়ানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। সংগঠনের এ সিদ্ধান্ত বাস্তবায়নে আপনার পক্ষ থেকে অতিসত্বর  যথাসাধ্য আর্থিক সহযোগিতা কামনা করছি।

 

সরাসরি সহায়তা পাঠানো যাবেঃ 

পারসোনাল বিকাশ নম্বরঃ ০১৭২৭২৮৮৮০৮ (মোহাম্মদ মাহরুফ শাহারিয়ার), 

অ্যাকাউন্ট নাম্বারঃ ২০৫০২২৩০২০১৪৫৪১১০, 

ইসলামী ব্যাংক, ভিআইপি রোড ব্রাঞ্চ, ঢাকা। 
 

টাকা পাঠানোর পর কল করে অথবা মেসেজ দিয়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। 

আরও পড়ুন