কলকাতার আর জি কর হাসপাতালের ডা. মৌমিতার মর্মান্তিক মৃত্যুতে ওজিএসবির শোক
কলকাতার আর জি কর হাসপাতালের ট্রেইনী ডা. মৌমিতার মর্মান্তিক ও বর্বোরোচিত অপঘাতে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অবস্ট্রেট্রিক্যাল ও গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)। সেইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে সংগঠনটি।
শনিবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে ওজিএসবির সভাপতি অধ্যাপক ডা. ফারহানা দেওয়ান ও মহাসচিব অধ্যাপক ডা. সালমা রউফ স্বাক্ষরিত বিবৃতিতে আনুষ্ঠানিক শোক প্রকাশ করেছে ওজিএসবি।
বিবৃতিতে বলা হয়, ওজিএসবি সকল সদস্য ও চিকিৎসকবৃন্দের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়ভাবে এ ধরনের ন্যাক্কারজনক ও অমানবিক মৃতু্যে ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।
তারা আরও বলেন, আমাদের চারপাশের পরিবেশের এমন এমন একটি রুপান্তর আমরা চাই, যেখানে নারীর প্রতি সহিংসতার প্রকোপ শূন্যের কোঠায় নেমে আসবে। সর্বোপরি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ভবিষ্যতে যেন না ঘটে।
ওজিএসবি তথা সকল নারী ও চিকিৎসক সংগঠন সরকারের সাথে একাত্ম হয়ে কাজ করার মাধ্যমে কর্মক্ষেত্রে নারী ও চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য জোর দাবি জানানো হয়েছে বিবৃতিতে।
আরও পড়ুন