Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


এমপক্স শনাক্তে দেশে আগত যাত্রীদের পরীক্ষা করবে চীন

Main Image

এমপক্সের উপসর্গ শনাক্ত করতে আগামী ছয় মাস দেশে প্রবেশকারী ব্যক্তি এবং পণ্য স্ক্রিনিংয়ের ঘোষণা দিয়েছে চীন


এমপক্সের উপসর্গ শনাক্ত করতে আগামী ছয় মাস দেশে প্রবেশকারী ব্যক্তি এবং পণ্য স্ক্রিনিংয়ের ঘোষণা দিয়েছে চীন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ভাইরাসটির ব্যাপারে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণার মাত্র দুই দিন পর চীন এই ব্যবস্থা নিয়েছে। সূত্রঃ রয়টার্স

 

শুক্রবার চীনের কাস্টমস প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, যেসব দেশে ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে সেখান থেকে আগত  ভ্রমণকারীদের ‘দেশে প্রবেশকালে কাস্টমসের কাছে এমপক্সের সংস্পর্শে এসেছেন বা তাদের কোন উপসর্গ আছে কীনা তার ঘোষণা দিতে হবে।’

 

বিবৃতিতে বলা হয়, যানবাহন,কন্টেইনার এবং সংক্রমিত অঞ্চল থেকে আসা আইটেম দেশে প্রবেশের আগে স্যানিটাইজড করতে হবে।

 

বিবৃতিতে বলা হয়,আফ্রিকার বাইরে আরও একটি দেশ সুইডেনে বৃহস্পতিবার প্রথম এমপক্স শনাক্তের ঘোষণা দিয়েছে।

 

এমপক্সকে পূর্বে মাঙ্কিপক্স বলা হতো, ১৯৭০ সালে মানুষের মধ্যে প্রথম এটির সংক্রমণ শনাক্ত হয়। এটি উপসর্গ হিসেবে জ্বর,পেশী ব্যথা এবং বড় ফোঁড়ার মতো ত্বকের ক্ষত সৃষ্টি করে।

আরও পড়ুন