Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কলকাতার আর জি কর মেডিকেলে ব্যাপক ভাঙচুর

Main Image

নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কলকাতার আর জি কর মেডিকেলে ব্যাপক ভাঙচুর


নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনার প্রতিবাদে ভারতের কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যাপক ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। বুধবার (১৪ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। গত শুক্রবার এই হাসপাতাল থেকে এক নারী চিকিৎসকের (৩১) মরদেহ উদ্ধার করা হয়। এর পর থেকেই তাঁকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গজুড়ে আন্দোলন চলছে। সূত্রঃ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।  

 

বুধবার রাতে একদল বিক্ষোভকারী জোর করে আর জি কর হাসপাতালে ঢুকে যান। এ সময় তারা ব্যাপক ভাঙচুর চালান। হাসপাতালের জরুরি বিভাগ ও পুলিশের গাড়ি ভাঙচুর করেন তারা। 
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে, কাঁদানে গ্যাস ছোড়ে। এতে বেশ কয়েকজন আহত হন।  

 

এদিকে হাসপাতালে ভাঙচুরের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রোশপূর্ণ প্রচারণাকে’ দায়ী করেছেন কলকাতার পুলিশ কমিশনার ভিনেত গয়াল।

 

নিহত ওই চিকিৎসকের বাড়ি উত্তর চব্বিশ পরগনার সোদপুরে। তাঁর মা-বাবা জানান, গত বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে হাসপাতালে তাঁদের মেয়ের ডিউটি ছিল। দিবাগত রাত দুইটায় নৈশভোজ সেরে জরুরি বিভাগের চারতলায় একটি সম্মেলনকক্ষে বিশ্রাম নিতে যান। গত শুক্রবার সকালে সেখানে তাঁর মরদেহ পাওয়া যায়।
 

আরও পড়ুন