Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় না করার নির্দেশ হাইকোর্টের

Main Image

রোগী বহনকারী অ্যাম্বুলেন্স থেকে টোল না নেয়ার জন্য সারাদেশের সড়ক-মহাসড়ক, সেতু ও ফ্লাইওভার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট


রোগী বহনকারী অ্যাম্বুলেন্স থেকে টোল না নেয়ার জন্য সারাদেশের সড়ক-মহাসড়ক, সেতু ও ফ্লাইওভার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১২ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনির উদ্দিন।

 

এর আগে এই আইনজীবী সড়ক, মহাসড়ক, সেতু, ফ্লাইওভার টানেল, ফেরি ও এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স থেকে টোল না নেয়ার আবেদন করেন। এতে সাড়া না পেয়ে রিট দায়ের করেন তিনি।

 

রিট আবেদনে বলা হয়, অ্যাম্বুলেন্স থামিয়ে টোল প্লাজা থেকে টোল আদায় করা হচ্ছে এই আধুনিক সভ্যসমাজের জন্য অমানবিক ও মানবতাবিরোধী অপরাধের সমান। একজন অসুস্থ রোগীর জন্য প্রতিটি সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু টোল প্লাজায় টোল আদায়ের জন্য যে সময় নষ্ট হচ্ছে, তাতে রোগী হাসপাতালে নেয়ার আগে মারা যাচ্ছে। আবার টোল প্লাজায় আটকা পড়ে রোগীর কাছে অ্যাম্বুলেন্স যাওয়ার আগেই রোগী মারা যাচ্ছে।

অথচ নাগরিকের স্বাস্থ্যসুরক্ষা এবং জীবন বাঁচানোর জন্য স্বাস্থ্যমন্ত্রণালয় হাসপাতালগুলোতে হাজার হাজার কোটি টাকা খরচ করছে। তাই অ্যাম্বুলেন্স থেকে। 

আরও পড়ুন