Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


ভারতের হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা

Main Image

নারী চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই উত্তপ্ত আরজিকর হাসপাতাল, প্রতিবাদে পথে নেমেছেন সহপাঠীরা


ভারতের পশ্চিমবঙ্গের সরকারি আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণ ও খুনের মামলা দায়ের করেছে স্থানীয় পুলিশ। এরইমধ্যে গ্রেপ্তার হয়েছে এক সিভিক ভলান্টিয়ার। সূত্র: জার্মান ভিত্তিক বাংলা পত্রিকা ডিডব্লিউ ও ভারতীয় পত্রিকা আজতাক (aajtak)। পোস্ট গ্র্যাজুয়েট দ্বিতীয় বর্ষের ওই ট্রেইনি নারী চিকিৎসককে নির্মমভাবে খুনের ঘটনার জেরে উত্তাল হয়েছে গোটা হাসপাতাল চত্বর। মৃত তরুণী চিকিৎসকের সহপাঠীরা জানান, বৃহস্পতিবার রাত ২টা পর্যন্ত ওয়ার্ডে কাজ শেষে দুজন জুনিয়র ডাক্তার সহকর্মীর সঙ্গে খাবার খান। এরপর হাসপাতালের সেমিনার হলে বিশ্রাম নিতে যান তিনি। শুক্রবার সকালে সেখান থেকেই তাঁর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়। নিহত তরুণী চিকিৎসকের গলার হাড় ভেঙে যাওয়ায় পুলিশের ধারণা শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে। কার্পেটের উপর থেকে একাধিক চুল পাওয়া গেছে। নীল রঙের কার্পেটে মিলেছে ছোপ রক্তের দাগ। এই বীভৎস, নারকীয় ঘটনায় নিন্দায় সরব সর্বমহল।

আরও পড়ুন