Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে মেডিসিন ক্লাবের সদস্যরা

Main Image

মেডিসিন ক্লাব এর লোগো


মানবতার সেবায় এগিয়ে এসে নতুন বাংলাদেশ বিনির্মাণ ভূমিকা রাখবে মেডিসিয়ানরা এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন মেডিসিন ক্লাব কেন্দ্রীয় পরিষদ (২০২৩-২৪)। বুধবার (৭ আগস্ট) মেডিকেল ভিত্তিক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রুবাইয়াত জাহান ইমন ও সাধারণ সম্পাদক রিদওয়ান হোসেন স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ প্রত্যাশার কথা ব্যক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে তারা জানান, ‌দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নিরঙ্কুশ সাফল্যে মেডিসিন ক্লাব কেন্দ্রীয় পরিষদ (২০২৩-২৪) অত্যন্ত আনন্দিত। এই আন্দোলনের সাথে জড়িত এবং সমর্থনকারী ছাত্রসমাজের সকলকে আমরা সাধুবাদ জানাই। একইসাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই বীরদের, যারা এই আন্দোলনে অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তারা আরও বলেন, মেডিসিন ক্লাব কেন্দ্রীয় পরিষদ শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল চলমান কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে এসেছে এবং ১৮ জুলাই, ২০২৪ থেকে মেডিসিন ক্লাব কেন্দ্রীয় পরিষদ আনুষ্ঠানিকভাবে সকল ইউনিটকে আন্দোলনে আহত শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তদান এবং ওষুধ বিতরণের নির্দেশ দেয় এবং প্রয়োজনে তাদের ইমার্জেন্সি মেডিকেল টিম গঠন করতে বলা হয়। ভবিষ্যতেও ছাত্রদের যে কোন যৌক্তিক আন্দোলনে সব সময় পাশে থাকবে মেডিসিন ক্লাব। মেডিসিন ক্লাব একটি অরাজনৈতিক সংগঠন। মেডিসিন ক্লাবের কোন সদস্য বা ইউনিটের রাজনীতিক সম্পৃক্ততা পাওয়া গেলে/ কোটা আন্দোলনের বিপক্ষে জড়িত থাকলে বা কোন মন্তব্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। মেডিসিন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পদক আশা করে বলেন, সামনের দিনগুলোতে ইউনিটসমূহের সম্পূর্নভাবে রাজনীতি নিরপেক্ষ থাকতে কোন বাধা বা বিলম্বের শিকার হবে না এবং মানবতার সেবায় এগিয়ে এসে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে এসে ভূমিকা রাখবে মেডিসিয়ানরা।

আরও পড়ুন