Advertisement
Doctor TV

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫


নার্সকে আন্তর্জাতিকমানে উন্নীত করার দাবি

Main Image

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রোববার (১২ মে) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ নার্সিং এসোসিয়েশন (বিএনএ) আয়োজিত গোলটেবিল আলোচনা সভা


নার্সকে আন্তর্জাতিকমানে উন্নীত করার দাবি জানিয়েছে বাংলাদেশ নার্সিং এসোসিয়েশন (বিএনএ)। আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রোববার (১২ মে) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত গোলটেবিল আলোচনা সভায় সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। 

আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ- শীর্ষক আলোচনা সভায় বিএনএর পক্ষ থেকে লিখিত বক্তব্যে বলা হয়, এখন সময় এসেছে উন্নত দেশের ন্যায় একটি স্থায়ী, শক্তিশালী ও টেকসই নার্সিং কর্মীবাহিনী গড়ে তোলার। এজন্য নীতিনির্ধারক, জাতীয় ও স্থানীয় সিদ্ধান্তগ্রহণকারীদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নার্সকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে কাজ করে যাচ্ছেন। 

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক দুলাল। প্রধান আলোচক ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক সভাপতি ও বিএমএর সাবেক মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নার্সিং এসোসিয়েশনের (বিএনএ) সভাপতি ইরা দিব্রা। 

আরও পড়ুন