Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫


রামেক হাসপাতাল থেকে ছিনতাইকারী আটক

Main Image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে একজন ছিনতাইকারীকে আটক করেছে আনসার সদস্যরা


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে একজন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (৯ মে) সকাল ১০টায় শাহাদাত হোসেন নামের ছিনতাইকারীকে আটক করে দায়িত্বরত আনসার সদস্যরা।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আটককৃত ছিনতাইকারী শাহাদাত ইতিপূর্বে দুটি স্বর্ণের চেইন ছিনতাই করে দৌড়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে তাকে সনাক্ত করা হয় এবং আজকেও সে ছিনতাইয়ের উদ্দেশ্যে হাসপাতালে প্রবেশ করলে হাসপাতালের ৫ নম্বর গেট থেকে তাকে হাসপাতাল আনসারের পিসি মোঃ শহিদুল ইসলাম ও এপিসি এনামুল হক তাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে যে, দুটি স্বর্ণের চেইন ইতিপূর্বে সে চুরি করেছে। পরে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদের নির্দেশে এই ছিনতাইকারীকে হাসপাতাল পুলিশ বক্সে হস্তান্তর করা হয়। পরবর্তীতে তাকে রাজপাড়া থানা পুলিশের কাছে সমর্পণ করা হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা সকল রোগী ও দর্শনার্থীদের মোবাইল, টাকা, স্বর্ণালংকার ইত্যাদি মূল্যবান জিনিসপত্র নিজ দায়িত্বে সাবধানে রাখার অনুরোধ জানিয়েছেন রামেক হাসপাতাল কর্তৃপক্ষ। 

আরও পড়ুন