Ad
Advertisement
Doctor TV

রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫


রামেকে মেডিসিন ক্লাবের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

Main Image

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বুধবার (৮ মে) মেডিসিন ক্লাব রাজশাহী মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় মেডিসিন ক্লাব কেন্দ্রীয় পরিষদ (২০২৩-২৪) এর পক্ষ থেকে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত


বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বুধবার (৮ মে) মেডিসিন ক্লাব রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ইউনিটের সহযোগিতায় মেডিসিন ক্লাব কেন্দ্রীয় পরিষদ (২০২৩-২৪) এর পক্ষ থেকে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সেমিনারে প্রধান অতিথি ছিলেন রামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী। বিশেষ অতিথি ছিলেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ ও রামেকের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ সরকার। 

প্রধান বক্তা ছিলেন রামেকহার ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. মো. ফাতেহ-উল-ইসলাম। 

বিশেষ বক্তা ছিলেন রামেকের ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাজিয়া নুসরাত রিয়া, মেডিসিন ক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রুবায়েত জাহান তানজিদ ইমন ও সাধারণ সম্পাদক রিদওয়ান হোসেন। 

সভাপতিত্ব করেন মেডিসিন ক্লাব রামেক ইউনিটের সভাপতি সুমিত কুমার বিশ্বাস। 

সেমিনারে থ্যালাসেমিয়া সম্পর্কে বিভিন্ন দিক আলোকপাত করা হয়। এছাড়াও থ্যালাসেমিয়া সম্পর্কিত মেডিসিন ক্লাবের কার্যক্রম তুলে ধরা হয়। ভবিষ্যতে থ্যালাসেমিয়া নিয়ে কিভাবে বড় পরিসরে জনসচেতনতা বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়।

সেমিনার শেষে একটি র‍্যালির আয়োজন করা হয়।

আরও পড়ুন