Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


নার্সদের রোগীসেবায় অন্যন্য দৃষ্টান্ত রাখতে হবে: বিএসএমএমইউ ভিসি

Main Image

বুধবার (৮ মে) বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের বিএসসি ইন নার্সিং ছাত্রছাত্রীদের ক্যাপিং সেরিমনি ২০২৪ অনুষ্ঠান


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক বলেছেন, বাংলাদেশে নার্সিং পেশাকে সমন্বিত করা হয়েছে। ছেলে মেয়ে সকলেই এই পেশায় উদ্ধুদ্ধ হচ্ছে। কোনো কোনো নার্স উচ্চ শিক্ষা গ্রহণের মাধ্যমে প্রথম শ্রেণীর মর্যাদায় উন্নীত হচ্ছে। 

বুধবার (৮ মে) বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের বিএসসি ইন নার্সিং ছাত্রছাত্রীদের ক্যাপিং সেরিমনি ২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি এসব কথা বলেন।

অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক বলেন, বাংলাদেশে নার্সিং পেশায় অনেক দূর এগিয়েছে। এর সকল অবদানই জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

তিনি আরও বলেন, রোগীদের সেবায় নার্সিংদের অবদান অনস্বীকার্য। বিশ্বে নার্সিং পেশার প্রচুর চাহিদা রয়েছে। বিশ্বের বিভিন্ন হাসপাতালে যেখানেই গিয়েছি সেখানেই নার্সদেরই বেশি চোখে পড়েছে। বলতে গেলে সেখানে রোগীদের সেবার ক্ষেত্রে সবকিছুই নার্সরা করে থাকেন। আমি চাই বাংলাদেশেও এরকম হউক। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্বদ্যিালয়ের নার্সরা রোগীদের সেবায় অন্যন্য দৃষ্টান্ত রাখবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমানসহ গ্রাজুয়েট নার্সিং বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন