Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনি চিকিৎসকের মৃত্যু

Main Image

দুই শিশু সন্তানের সঙ্গে আল শিফা হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান ডা. আদনান আল বারাশ


ইসরায়েলের কারাগারে বন্দী অবস্থায় মারা গেলেন গাজার আল শিফা হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান ডা. আদনান আল বারাশ (৫০)। বৃহস্পতিবার (২ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও ফিলিস্তিনি বন্দীদের নিয়ে কাজ করা গোষ্ঠীগুলো এ তথ্য প্রকাশ করে। সূত্র: আল জাজিরা।


দীর্ঘ ৪ মাসের অধিক সময় আটক থাকার পর মারা গেলেন অর্থোপেডিকস বিশেষজ্ঞ ডা. আদনান আল বারাশ। উত্তর গাজার আল আওদা হাসপাতালে সাময়িকভাবে চিকিৎসাসেবা দেয়ার সময় ইসরায়েলি বাহিনীর হাতে আটক হন তিনি।


এদিকে, দ্য প্যালেস্টিনিয়ান প্রিজনার্স অ্যাফেয়ার্স কমিটি ও দ্য প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটি এক যৌথ বিবৃতিতে বলেছে, নির্যাতনের ফলেই অর্থোপেডিকস বিশেষজ্ঞ ডা. আদনান আল বারাশের মৃত্যু হয়েছে।


জেনেভা কনভেনশন অনুযায়ী স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা করা নিষিদ্ধ। কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী বারবার তাদের ওপর হামলা চালাচ্ছে।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর ১ হাজার ৫০০ স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন। ইসরায়েলের কারাগারে ৩০৯ জন এখনো বন্দী রয়েছেন।

আরও পড়ুন