Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ডা. জুয়েল কৃষ্ণ সুর আর নেই

Main Image

ডা. জুয়েল কৃষ্ণ সুর


স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সাবেক সহকারী রেজিস্ট্রার ডা. জুয়েল কৃষ্ণ সুর আর নেই। বুধবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ ও স্মৃতিচারণ করেছেন চিকিৎসকসহ পেশাজীবী বিভিন্ন সংগঠন।

এছাড়া শোক জানিয়েছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল শাখা।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. নুরুল হুদা লেনিন ও সাধারণ সম্পাদক ডা. প্রহল্লাদ পাল স্বাক্ষরিত শোকবার্তায় জানান, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সাবেক সহকারী রেজিস্ট্রার ডা. জুয়েল কৃষ্ণ সুর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’

ডা. জুয়েল খুলনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন।

আরও পড়ুন