Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


অধ্যাপক ডা. শামসুজ্জামানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

Main Image

অধ্যাপক ডা. শামসুজ্জামান তোষার


ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন এন্ড রেফারেল সেন্টার এবং স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক ব্যাধির সাবেক পরিচালক অধ্যাপক ডা. শামসুজ্জামান তোষারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২০২১ সালের এই দিনে (২৩ এপ্রিল) তিনি ইন্তেকাল করেন। কোভিড-১৯ মোকাবেলায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

কোভিড কালীন সময়ে দেশের জন্য কাজ করা এক মহানায়কের কথা- শিরোনামে ডা. আরিফা আকরাম বর্না লিখেছেন, করোনা মহামারীতে সারাদেশে স্যামপল জমে যাচ্ছে, সারাদেশ থেকে স্যাম্পল কোথায় আসবে- সমাধান করে দিলেন অধ্যাপক ডা. শামসুজ্জামান তোষার স্যার। একেক সময় আমাদের ফ্রিজে ১০০০০ স্যামপল ও থাকতো।

করোনাকালীন সময়ে দেশের বিদেশগামী যাত্রীদের করোনা টেস্টের সমাধানের দায়িত্ব নিলেন তোষার স্যার। ১৫ লাখ কোভিড টেস্ট এই প্রতিষ্ঠান করেছে, যা দেশের মাঝে সর্ব্বোচ্চ।

স্যারের দীর্ঘস্থায়ী রোগ থাকার পরেও, করোনা কালীন সময়ে অনেকেই যখন হোম অফিস করছিল, তখন তিনি অকুতোভয় যোদ্ধার মত কাজ করছেন। কর্মীদের কর্মস্পৃহা ধরে রাখতে প্রয়োজনের অতিরিক্ত সাহস দেখিয়ে রাত দিন অফিস করেছেন।
আপনার ইনস্টিটিউট আজ অনেক দূর এগিয়ে গেছে স্যার। স্যারকে আল্লাহ জান্নাতের সর্ব্বোচ্য স্থানে আসন দান করুন, আমিন।

আরও পড়ুন