Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫


ডা. আনোয়ারুল হক আর নেই

Main Image

ডা. আনোয়ারুল হক


না ফেরার দেশে চলে গেলেন প্রবীণ চিকিৎসক ডা. আনোয়ারুল হক। রোববার (২১ এপ্রিল) দুপুরে রাজধানী ঢাকার কুড়িল চৌরাস্তা এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে নিজ বাসায় ফেরার পথে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

তাঁর মৃত্যুর তথ্য জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. শামসুদ্দোহা রাজু।

তিনি লিখেছেন, Dr. Anwarul Haque MBBS, BCS (RETIRED). অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে উনি গতকাল দুপুরে Kuril Chowrasta এ অবস্থিত diagnostic center থেকে বাসায় যাবার পথে heat stroke এ ইন্তেকাল করেছেন। উনার পরিচিত কলিগ ও সহপাঠীদের অবগতি ও দোয়ার নিমিত্তে এই পোস্ট। সাথে সচেতনতা মূলক পোস্ট। প্রয়োজন ছাড়া, ছাতা ছাড়া, গাড়ি ছাড়া বাইরে যাবেন না- বিশেষ করে বয়স্ক স্যার ম্যাডাম। 

আরও পড়ুন