Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


রোগীর পেট থেকে জ্যান্ত মাছ উদ্ধার করলেন সিওমেকের চিকিৎসকরা

Main Image

অস্ত্রোপচার করে রোগীর পেট থেকে আস্ত মাছ উদ্ধার করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালের চিকিৎসকরা


অস্ত্রোপচার করে রোগীর পেট থেকে আস্ত মাছ উদ্ধার করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালের চিকিৎসকরা। রোববার (২৪ মার্চ) দিবাগত রাতে সিওমেকের সার্জারি ইউনিট-২ প্রধান অধ্যাপক ডা. কাজী জানে আলমের নেতৃত্বে অস্ত্রোপচার করে রোগীর পেট থেকে মাছটি বের করে আনা হয়।

অস্ত্রোপচারে অংশ নেন সার্জারি ইউনিট-২ এর সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদুল ইসলাম ও ডা. তৌফিক আজিজ শাকুর।

সিওমেকের চিকিৎসকরা জানান, ২৪ মার্চ ওই রোগী তীব্র পেট ব্যাথা নিয়ে হাসপাতালে আসেন। লোকটি মাছ ধরতে পানিতে নামলে তার পায়ুপথ দিয়ে জ্যান্ত একটি কুঁচিয়া মাছ ঢুকে যায়। রোগীর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিওমেক হাসপাতালে রাত সাড়ে দশটার দিকে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত। পরে ২৫ ইঞ্চির কুঁচিয়া মাছটি পেট থেকে বের করতে সক্ষম হন চিকিৎসক। 

আরও পড়ুন