Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫


রামেক হাসপাতালে চিকিৎসা সামগ্রী দান করলেন চিকিৎসকরা

Main Image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালকে অনুদান হিসেবে চিকিৎসা সামগ্রী দিলেন কয়েকজন চিকিৎসক


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালকে চিকিৎসা সামগ্রী দান করলেন কয়েকজন চিকিৎসক। বৃহস্পতিবার (২১ মার্চ) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদের হাতে চিকিৎসা সামগ্রী তুলে দেন তারা। এ সময় রামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলীসহ অনেকে উপস্থিত ছিলেন। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আবদুল্লাহ আল আমিন ১০টি হুইল চেয়ার, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদের সহধর্মিণী ডা. শাহিনা বাহার লোপা ২টি হুইল চেয়ার এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রুপসা নূরে লায়লা ২টি VAC থেরাপি মেশিন দান করেছেন। 

এ সময় হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ সকলকে ধন্যবাদ জানান। তাদের এই সহযোগিতার ফলে হাসপাতালে রোগীদের সেবার মান আরও বৃদ্ধি করা সম্ভব হবে বলে আশ্বস্ত করেন তিনি। 

আরও পড়ুন