Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


অবিলম্বে ৯ মাসের বকেয়া ভাতা চান এফসিপিএস প্রশিক্ষণার্থীরা

Main Image

৯ মাসের বকেয়া ভাতার দাবিতে ফের আন্দোলনে নেমেছেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সে (বিসিপিএস) অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটগুলোতে অধ্যয়নরত বেসরকারি পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা


অবিলম্বে ৯ মাসের বকেয়া ভাতার দাবিতে ফের আন্দোলনে নেমেছেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সে (বিসিপিএস) অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটগুলোতে অধ্যয়নরত বেসরকারি পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।

দাবি আদায়ে শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে দশটা থেকে রাজধানীর মহাখালীতে বিসিপিএস সভাপতির কার্যালয় ঘেরাও করেন তাঁরা।

বকেয়া ভাতা না দেয়া পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত রাখার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। সেইসঙ্গে ভাতা নিয়ে সৃষ্ট জটিলতার কারণে উর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেন তাঁরা।

এ সময় প্রশিক্ষণার্থী চিকিৎসকদের দাবির মুখে বিসিপিএস কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে যান। এখনও তাদের আন্দোলন কর্মসূচি চলমান রয়েছে।

আরও পড়ুন