Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ডা. দীন মো. নুরুল হককে বিএসএমএমইউ’র ভিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

Main Image

অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক। চার বছরের জন্য এই নিয়োগ দিয়ে সোমবার (১১ মার্চ) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী ২৯ মার্চ থেকে তার এ নিয়োগ আদেশ কার্যকর হবে।

উল্লেখ্য, বিএসএমএমইউ’র বর্তমান ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের মেয়াদ আগামী ২৮ মার্চ শেষ হচ্ছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন অধ্যাপক ডা. নুরুল হক।

রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন,১৯৯৮’ এর ১২ ধারা অনুসারে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন