Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


স্বাস্থ্যখাতে অনিয়ম-দুর্নীতি বন্ধে কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Main Image

কুষ্টিয়া মেডিকেল কলেজের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. রোকেয়া সুলতানা


স্বাস্থ্যখাতে অনিয়ম-দুর্নীতি বন্ধে কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. রোকেয়া সুলতানা। শুক্রবার (৮ মার্চ) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। 

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, অবৈধ হাসপাতালের বিরুদ্ধে অভিযান চলছে। সেটি অব্যাহত থাকবে। নিবন্ধন নেই এমন হাসপাতাল চলতে দেয়া হবে না। যেসব হাসপাতালে পরীক্ষার যন্ত্রপাতিতে ত্রুটি আছে সেসব ত্রুটিপূর্ণ মেশিনের ব্যবহার বন্ধেও ব্যবস্থা নেয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

আরও পড়ুন