Advertisement
Doctor TV

শনিবার, ১০ মে, ২০২৫


দেড় মাসের মধ্যে স্বাস্থ্যের জনবল ঘাটতি দূর করার আশ্বাস

Main Image

রাজধানীর ওসমানী স্মৃতি অডিটোরিয়াম হলে ৪ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবসহ অন্যরা


দেড় মাসের মধ্যে স্বাস্থ্যখাতে বিদ্যমান জনবল ঘাটতি অনেকটাই দূর করার আশ্বাস দিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম। রোববার (৩ মার্চ) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি অডিটোরিয়াম হলে ৪ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক স্বাস্থ্যখাতে জনবলের ঘাটতি তুলে ধরলে তিনি এ আশ্বাস দেন।

সম্মেলনে ঝিনাইদহ জেলা প্রশাসক জানান, তার জেলায় আত্মহত্যার হার বেশি। এজন্য সেখানকার সরকারি হাসপাতালে মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের অনুরোধ জানান। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিষয়টি জেনে ব্যবস্থা নেয়া হবে। 

খাগড়াছড়ির জেলা প্রশাসক হাসপাতালে রোগীদের সময় বাঁচাতে অনলাইনে টিকিট ব্যবস্থা চালুর অনুরোধ জানান। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।

সম্মেলনে বিভাগীয় কমিশনার রংপুর হাবিবুর রহমান কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার চরাঞ্চলের স্বাস্থ্যসেবার মান বাড়াতে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, স্বাস্থ্যসেবা সচিব মো. জাহাঙ্গীর আলম ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান জেলা প্রশাসকদের এসব অনুরোধের উত্তর দেন এবং বিষয়গুলো গুরুত্ব সহকারে সমাধানের আশ্বাস দেন।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শাহান আরা বানু।

আরও পড়ুন