Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


কানাডা প্রবাসী ডা. তাহমিদ রহমানের মৃত্যু

Main Image

ডা. মোহাম্মদ তাহমিদ রহমান


কানাডা প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. মোহাম্মদ তাহমিদ রহমান আর নেই। স্থানীয় সময় শনিবার (২ মার্চ)  দুপুর ১২টা ৩০ মিনিটে কানাডার ব্রাম্পটন সিভিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডা. মোহাম্মদ তাহমিদ রহমানের মৃত্যুর তথ্য জানিয়ে ফেসবুক টাইম লাইনে শেয়ার করেছেন তাঁর ছেলে তাহসিন রহমান। 

উল্লেখ্য, ডা. মোহাম্মদ তাহমিদ রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। 

তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে কানাডার স্থানীয় সময় রোববার দুপুর ১টায়। পরে তাঁকে দাফন করা হবে। 

431040909_10160293133266593_5693153527106919411_n

আরও পড়ুন