Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


স্বাস্থ্য প্রতিমন্ত্রী হলেন ডা. রোকেয়া

Main Image

অধ্যাপক ডা. রোকেয়া সুলতানা


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন অধ্যাপক ডা. রোকেয়া সুলতানা। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে তিনিসহ নতুন ৭  প্রতিমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। 

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জয়পুরহাট জেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নে এমপি হন অধ্যাপক ডা. রোকেয়া সুলতানা।

২০১৯ সালের অক্টোবর মাস থেকে বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন অধ্যাপক ডা. রোকেয়া সুলতানা।

তাঁর বাবার পৈতৃক বাড়ি জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামে। তিনি শহীদ পরিবারের সন্তান। মহান স্বাধীনতা যুদ্ধের সময় তার বাবা পূর্ব পাকিস্তান রেলওয়ে স্টেশন মাস্টার কবি মাহতাব উদ্দীনকে পাকিস্তানি হানাদার বাহিনী ধরে নিয়ে হত্যা করে।

ডা. রোকেয়া কুড়িগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং কুড়িগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর তিনি রংপুর মেডিকেল কলেজের প্রথম ব্যাচে ভর্তি হন। ১৯৭৮ সালে এমবিবিএস পাস করেন। মেডিকেলে পড়ার সময় রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এমবিবিএস পাসের পর সরকারি চাকরিতে যোগদান করেন। অ্যানেসথেসিওলজিস্ট হিসেবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে অবসরে যান তিনি।

ডা. রোকেয়ার স্বামী প্রফেসর ডা. আবদুল হামিদ। তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ছিলেন।

 

আরও পড়ুন