Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


রাজধানীর সরকারি হাসপাতালে র‌্যাবের দালালবিরোধী অভিযান শুরু

Main Image

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর লোগো


রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় বিভিন্ন হাসপাতালে দালালবিরোধী অভিযান শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে এ অভিযান শুরু হয়।

অভিযান সম্পর্কে র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম বলেন, অভিযোগ রয়েছে শেরেবাংলা নগর থানা এলাকায় বিভিন্ন হাসপাতালে দালালরা রোগীদের সঙ্গে প্রতারণা করে থাকে। র‌্যাবের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি। 

এর আগে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অভিযানের প্রথম দিনে মোট ৬টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করা হয়েছে। এছাড়াও বনশ্রীর ফরাজী হাসপাতালসহ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে লাইসেন্স প্রবেশপথে টানানো, তথ্য কর্মকর্তা নিয়োগ ও লেবার রুম প্রটোকল বাধ্যবাধকতাসহ ১০ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ওই নির্দেশনা যথাযথ বাস্তবায়ন হচ্ছে কি না, সে বিষয়ে তদারকি করতে অভিযান পরিচালনা শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন