নার্সদের IELTS কোর্স
কুয়েত যাবার জন্য নার্সদের IELTS কোর্স স্কোর জমা দিতে হবে। সোমবার (১৯ ফেব্রুয়ারী) কুয়েতে যোগ্যতা সম্পন্ন নার্সদের জ্ঞাতার্থে এই প্রজ্ঞাপণ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে প্রকাশ করা হয়।
উক্ত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যে সকল প্রার্থী অনলাইনে আবেদন দাখিল করেছেন, তন্মধ্যে ৯৮৫ (নয়শত পঁচাশি) জন প্রার্থী গুগল ফরমে নিজেদের IELTS Score উল্লেখ করেছেন। এমতাবস্থায়, উক্ত প্রার্থীগণকে আগামী ২২/০২/২০২৪ খ্রি. তারিখ দুপর ১২.০০ টার মধ্যে নিম্নলিখিত গুগল লিংক এর মাধ্যমে IELTS Test Report Form (TRF)/ Certificate আবশ্যিকভাবে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য যে, IELTS Test সহ যে কোন বিষয়ে অসত্য বা ভূয়া তথ্য প্রদান করলে উক্ত প্রার্থীকে কালো তালিকাভূক্ত করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
IELTS Test Report Form জমাদানের লিংকঃ https://forms.gle/gTeutTfvjOrokNJL6
https://drive.google.com/file/d/1w4w_fh-KYRrk75BGfoW2q-n1-ArZpS6U/view?usp=sharing
আরও পড়ুন