Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ট্রান্সপ্লান্ট চিকিৎসা বাড়াতে দক্ষ জনবল তৈরি করতে হবে: ভিসি

Main Image

ইউরোলেজি বিভাগের রিসার্চ সেলের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রোববার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সি ব্লকে আয়োজিত অনুষ্ঠান


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ট্রান্সপ্লান্ট চিকিৎসা কার্যক্রম আরো জোরদার ও সম্প্রসারিত করতে দক্ষ জনবল তৈরি করার দরকার বলে জানিয়েছেন ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।  ইউরোলেজি বিভাগের রিসার্চ সেলের বর্ষপূর্তি উপলক্ষে রোববার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সি ব্লকে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

দেশের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে বিএসএমএমইউর ইউরোলেজি বিভাগের ট্রান্সপ্লান্ট ডিভিশনকে দায়িত্ব নেয়ার আহ্বান জানান ভিসি। সেইসাথে কিডনি ছাড়াও ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টের কারণে লিভার, হার্ট, প্যানক্রিয়াস, কর্ণিয়া, স্কিন প্রতিস্থাপনসহ বোনম্যারো ট্রান্সপ্লান্ট চিকিৎসা দেশ ব্যাপী সস্প্রসারিত করতে হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সারা দেশে বর্তমানে সতের হাজার রোগীর কিডনি ডায়ালাইলিস করা লাগে। এদের মধ্যে তিন হাজার রোগীর ট্রান্সপ্লান্ট প্রয়োজন হয়। কিন্তু আমরা পারি মাত্র তিনশ রোগীর ট্রান্সপ্লান্ট করতে। এজন্য বিদেশে রোগীরা ছুটছেন। দেশের অর্থ বিদেশে চলে যাচ্ছে। আইনী জটিলতার কারণে দেশে মানবিক কারণে অঙ্গদান করা যাচ্ছে না। মানবিক কারণে অঙ্গ প্রতিস্থাপন আইন সংশোধন করতে হবে।

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সাথে গবেষণা ও থিসিস কার্যক্রমে যাতে কোনো কেউ কোনো ধরণের অনৈতিক পথ অবলম্বন করতে না পারে তার প্রতিরোধের ব্যবস্থা নেয়া হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল। অনুষ্ঠানে ইউরোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ইশতিয়াক আহমেদ শামীম, অধ্যাপক ডা. মো. আব্দুল সালাম, অধ্যাপক ডা. সাজিদ হাসান, অধ্যাপক ডা. একেএম খুরশীদুল আলম, অধ্যাপক ডা. তৌহিদ মো. সাইফুল ইসলাম (দিপু), নেফ্রোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহম্মদ হাফিজুর রহমান প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইউরোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন।

আরও পড়ুন