Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


জন্মগত শিশু হৃদরোগীদের ফ্রি চিকিৎসা দিচ্ছে কাতার চ্যারিটি

Main Image

জন্মগত শিশু হৃদরোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ১০ দিনব্যাপী হেলথ ক্যাম্পের আয়োজন করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটি


জন্মগত শিশু হৃদরোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ১০ দিনব্যাপী হেলথ ক্যাম্পের আয়োজন করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটি। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হেলথ ক্যাম্পে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত শতাধিক শিশুর হার্টে প্রয়োজনীয় ডিভাইস স্থাপনসহ চিকিৎসা দেওয়া হবে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ দিনব্যাপী চলমান এই হেলথ ক্যাম্পে মার্কিন যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন ও কাতার থেকে আসা একটি মেডিকেল টিম ক্যাম্পে অংশ নিয়েছে।

হেলথ ক্যাম্প প্রসঙ্গে বিশিষ্ট পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ও হেলথ ক্যাম্পের কো অর্ডিনেটর অধ্যাপক ডা. নুরুন নাহার ফাতিমা বলেন, আমরা বেশ কয়েকবছর ধরেই কাতার চ্যারিটির সাথে কাজ করছি। জন্মগত হৃদরোগে আক্রান্ত এসব শিশুরা খুবই দরিদ্র পরিবারের। ব্যয়বহুল এই চিকিৎসা বহন করার কোনো সামর্থ্যই এদের অভিভাবকদের নেই। কাতার চ্যারিটি সম্পূর্ণ ব্যয় বহন করে দরিদ্র এই পরিবারগুলোর সন্তানদের মুখে হাসি ফুটিয়েছে। তারা এখন একটি সম্পূর্ণ সুস্থ জীবন ফিরে পাবে।

জর্ডান ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসক পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ড. আইয়াদ আমরী বলেন, কাতার চ্যারিটির এই ক্যাম্পেইনের মাধ্যমে জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত ১শ’র বেশি শিশুকে প্রয়োজনীয় ডিভাইস দিয়ে চিকিৎসা দেওয়া হবে। গত ৪ দিনে আমরা ৩৫ জনের বেশি শিশুর দেহে ডিভাইস স্থাপন করেছি। সবাই সুস্থ আছে।

কাতার চ্যারিটির কান্ট্রি ডাইরেক্টর ড. আমিন হাফিজ ওমর বলেন, কাতারের ডোনারদের সহায়তায় অসহায় ও গরীব শিশুদের সুস্থ জীবন উপহার দিতে এই হেলথ ক্যাম্প চলছে। কাতার চ্যারিটির এই উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি। 

আরও পড়ুন