Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


না ফেরার দেশে ডা. মাজহারুল ইসলাম (বাপ্পী)

Main Image

ডা. মো. মাজহারুল ইসলাম (বাপ্পী)


বিসিএস পরিবার পরিকল্পনা [কারিগরি (মেডিকেল)] ক্যাডারের ২০১৯ ব্যাচের চিকিৎসক কর্মকর্তা ডা. মো. মাজহারুল ইসলাম (বাপ্পী) আর নেই। সোমবার দিবাগত আনুমানিক রাত ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ঢাকার মিরপুরের লালকুঠি এলাকার মা ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে (MCHTI) মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসকদের কয়েকটি গ্রুপে এ তথ্য শেয়ার করা হয়েছে। 

সেখানে ডা. মাজহারের বন্ধু ও স্বজনেরা বলেছেন, Acute Severe Pancreatitis with Septicemia with ARDS এ আক্রান্ত হয়ে রাজধানীর পপুলার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

তারা আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে এমডি (অ্যানেসথেসিয়া) তে চান্স পেয়েছিলেন ডা. মাজহার।

আরও পড়ুন