Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


চমেক হাসপাতালে ভুয়া ডাক্তার আটক

Main Image

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে দালালকে আটক করেছে পুলিশ।


চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে চিকিৎসক পরিচয় দেওয়া বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের এক ল্যাব টেকনিশিয়ানকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ ফেব্রুয়ারি) হাসপাতালের তিন নম্বর ওয়ার্ডের আইসিইউ থেকে তৈয়ব আলী পাটোয়ারী (৫২) নামে ওই টেকনিশিয়ানকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি আইসিউতে চিকিৎসক সেজে দালালি করছিল। তিনি চমেক হাসপাতালের সামনে চিটাগং ল্যাব লিমিটেড নামে বেসরকারি একটি ডায়াগনস্টিক সেন্টারের টেকনিশিয়ান। তাঁর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ।

এ বিষয়ে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম আহসান বলেন, আইসিইউতে ওই ব্যক্তি ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগীদের সঙ্গে কথা বলছিল। আমিও তখন সেখানে ছিলাম। পরিচয় জিজ্ঞেস করলেও কোনো উত্তর দিতে পারেনি। সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে দেই। পরে জানা যায় ওই ব্যক্তি একটি ল্যাবের কর্মকর্তা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন