Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


শাহবাগে স্বাচিপের মানববন্ধন আগামীকাল

Main Image

রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ডেকেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন


রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় আগামীকাল রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মানববন্ধন করবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টায় স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় কর্মরত চিকিৎসক ডা. নুসরাত তারিন তন্বী'র উপর পৈশাচিক হামলা ও প্রধান আসামি জুলহাস মাতবরের জামিন প্রাপ্তি প্রতিবাদে ও সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারকীয় তান্ডব এবং যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসককে শারিরীকভাবে লাঞ্ছনার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ডেকেছে স্বাচিপ। কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হয়েছে। 

আরও পড়ুন