Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


কেপিজে হাসপাতালে লিভার ট্রান্সপ্লান্টেশনের উদ্যোগ

Main Image

শুক্রবার (৯ ফেব্রুয়ারি ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হসপিটাল ও ডা. রেলা ইন্সটিটিউট এন্ড মেডিকেল সেন্টারের মধ্যে সমঝোতা (এমওইউ) স্বাক্ষরিত হয়


২০২৫ সাল থেকে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্টেশন করা হবে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হসপিটালে। সে লক্ষ্যে শুক্রবার (৯ ফেব্রুয়ারি ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হসপিটাল ও ডা. রেলা ইন্সটিটিউট এন্ড মেডিকেল সেন্টারের মধ্যে সমঝোতা (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হসপিটালে একটি স্বনির্ভর ও সাসটেইনেবল লিভার ট্রান্সপ্লান্টেশন প্রোগ্রাম আরম্ভ করাই এই সহযোগিতার লক্ষ্য।

ডা. রেলা ইন্সটিটিউট এন্ড মেডিকেল সেন্টারের পক্ষে এতে স্বাক্ষর করেন হাসপাতালটির চেয়ারম্যান ও এমডি ডা. মোহামেদ রেলা আর শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হসপিটালের পক্ষে সিইও মোহাম্মদ তাহফিক বিন ইসমাইল। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গগনদ্বীপ সিং বেদী, এডিশনাল ক্যাবিনেট সেক্রেটারি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেক্রেটারি, তামিলনাড়ু রাজ্য সরকার। বিশেষ অতিথি ছিলেন চেন্নাইয়ে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার শেলি সালেহিন, মালয়শিয়ার কনসাল জেনারেল সারাভানা কুমার কুমারাভাসাগাম, ডা. রেলা ইন্সটিটিউট এন্ড মেডিকেল সেন্টারের সিইও ডা. ইলানকুমারান কালিয়ামূর্তি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

 

আরও পড়ুন